০২ এপ্রিল, ২০২৫ || ১৯ চৈত্র, ১৪৩১
ফেনীর গ্রীণ টাওয়ারের সামনে  দুই সিএনজিতে আগুন
  • Updated Dec 05 2023
  • / 499 Read


শহর প্রতিনিধি:
ফেনী শহরে সোমবার সকালে দুটি সিএনজিচালিত অটোরিকশা আগুনে পুড়িয়েছে দুর্বৃত্তরা। গতকাল সোমবার সকালে ফেনী শহরের শহীদ শহীদুল্লা কায়সার সড়কের গ্রিণ টাওয়ার মার্কেটের সামনে এ ঘটনা ঘটে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, গতকাল সকাল পৌনে ছয়টার দিকে কয়েকজন দুর্বৃত্ত শহরের শহীদ শহীদুল্লা কায়সার সড়কের গ্রিন টাওয়ার মার্কেটের সামনে বিস্ফোরণ ঘটিয়ে আতঙ্ক সৃষ্টি করে। 

সড়কে যাত্রীর অপেক্ষায় থাকা দুটি সিএনজিচালিত অটোরিকশায় আগুন ধরিয়ে দেয় তারা। এ সময় একটি অটোরিকশার চালক ইকবাল হোসেন তাঁদের বাধা দেওয়ার চেষ্টা করেন। তখন দুর্বৃত্তরা তাঁর মাথায় ইট দিয়ে আঘাত করে। এতে ইকবাল আহত হন। অপর অটোরিকশাচালক ভয়ে দৌড়ে নিরাপদ স্থানে চলে যান।
অটোরিকশাচালক ইকবাল হোসেন বলেন, ১২ থেকে ১৩ জন দুর্বৃত্ত দুটি অটোরিকশায় আগুন দিয়েছে। তাঁকেও আঘাত করেছে। তারা চলে যাওয়ার পর স্থানীয় লোকজন এসে আগুন নেভান। ততক্ষণে দুটি অটোরিকশার অনেকাংশ পুড়ে গেছে।


খবর পেয়ে ফেনী শহর পুলিশ ফাঁড়ির পরিদর্শক মিজানুর রহমান ঘটনাস্থলে উপস্থিত হন। ততক্ষণে দুর্বৃত্তরা সেখান থেকে চলে যায়। পরে তিনি অটোরিকশা দুটি উদ্ধার করে থানায় নিয়ে যান। মিজানুর রহমান বলেন, অটোরিকশা দুটি আংশিক পুড়ে গেছে। এ ঘটনায় মামলা হবে। তবে তাৎক্ষণিকভাবে কাউকে আটক করা যায়নি।

Tags :

Share News

Copy Link

Comments *